Monday, August 23, 2021

Islamic marriage media in Bangladesh

 সকল প্রশংসা মহান আল্লাহর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন । দুরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি । আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদের বিবাহ করা হয় - সম্পদ , সৌন্দর্য , বংশমর্যাদা ও দ্বীনদারি সুতরাং তুমি দ্বীনদারীকেই প্রধান্য দিবে নতুবা তুমি ক্ষতিগ্রস্থ হবে -

সহীহ বুখারী । 


আমাদের সমাজে বতর্মান প্রক্ষাপটে মানুষ দ্বীনকে প্রধান্য দিচ্ছে না যার জন্য পারিবারিক বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে । তবে স্রোতের প্রতিকূলে অনেক দ্বীনী ভাই- বোন চাচ্ছেন দ্বীনদার জবীন সঙ্গীকে নিয়ে ইসলামীক পরিবার গঠন করতে  । তাদের জন্য আমাদের এই ইসলামীক মেরিজ ম্যাট্রিমোনি ওয়েভসাইট দ্বীন ম্যাট্রিমোনি । যারা ইসলামের  ফরজ বিধান মেনে চলে এবং ইসলামিক পরিবার গঠনে ইচ্ছুক । তাদেরকে আমরা সহযোগিতা করবো আমাদের ওয়েভসাইটের মাধ্যমে শারি’য়াহ অনুমোদিত পন্থায় দ্বীনি ভাই বোনদের জন্য দ্বীনদ্বার পাত্র-পাত্রী খুঁজে দিতে ইন শা আল্লাহ্‌ । 



এই ওয়েভসাইটি আমরা এমনভাবে তৈরি করেছি যাতে  দ্বীনী ভাই বোন তাদের  নিজের পছন্দ মতো জীবন সঙ্গী খুজতে পারে ।  ওয়েভসাইটি তৈরি ক্ষেত্রে পাত্র- পাত্রীর নাম , যোগাযোগ তথ্য , ছবি গোপন কারার ব্যবস্তা রেখেছি । শুধুমাত্র আপনি যখন কারো প্রস্তাব গ্রহন করবেন শুধুমাত্র সেই আপনার অভিভাক যোগাযোগ নম্বর দেখতে পারবে । এর ফলে পাত্র পাত্রী নিজের অপছন্দের প্রস্তাব গুলো এড়াতে পারবেন । এছাড়া ওয়েসাইটের মাধ্যমে প্রাথমিক ভাবে একজন আরেক জন্যকে দেখে নেওয়ার জন্যে প্রস্তাব গ্রহনে পর ছবি দেখার জন্যে অনুমতি পাঠানোর ব্যবস্তা রেখেছি  । যদি কেউ অনুমতি দেয় তখন একজন আরেকজন ছবি দেখতে পারবে । তবে ওয়েভসাইটের মাধ্যমে ছবি দেখেটা সবার ব্যক্তিগত ব্যাপার । 


সকলের কাছে আমাদের চাওয়া , আমাদের ওয়েভসাইট সম্পর্কে আপনার পরিচিত দ্বীনী ভাই বোনকে  বলুন , প্রচার করুন  এতে আপনার ওসিলায়  অনেক ভাই-বোন  তাদের জীবন সঙ্গী খুজে পাবে ইন শা আল্লাহ ।  যত বেশি মানুষ আমাদের সম্পর্কে জানবে ততো বেশি  দ্বীনী ভাই বোনদের সেবা দিতে পারবো ইন শা আল্লাহ ।


সকলে আমাদের প্রতিষ্ঠানের  জন্য দোয়া করবেন যাতে সততার সাথে দ্বীনী ভাই বোনদের সেবা দিতে পারি । আল্লাহ সকলের সত্য কর্ম গুলোকে কবুল করুন - আমিন । 

Post by Deen Matrimony Islamic Marriage Media


No comments:

Post a Comment