1 . Deen Matrimony
দ্বীন ম্যাট্রিমোনি , একটি ইসলামিক ম্যাট্রিমোনি ওয়েভসাইট । আমরা আপনাকে সাহায্য করবো আমাদের ওয়েভসাইটে মাধ্যমে শারি’য়াহ অনুমোদিত পন্থায় দ্বীনি ভাই বোনদের জন্য পাত্র-পাত্রী খুঁজে দিতে ইন শা আল্লাহ্ । আমাদের ওয়েভসাইটে বিনামূল্যে একাউন্ট খুলতে পারবেন । একাউন্ট খুলার পর আপনার বায়োডাটা সাবমিট করতে হবে । তারপর দ্বীন ম্যাট্রিমোনি কর্তৃপক্ষ আপনার সঙ্গে কথা বলে ভেরিফিকেশন সম্পূর্ন করে আপনার বায়োডাটা ওয়েভসাইটে পাবলিশ করে দিব ।অতপর আমাদের ওয়েভসাইট এর ডাটাবেজ থেকে পছন্দ অনুযায়ী পেশা , বয়স , বৈবাহিক অবস্থা , পাত্রের দাঁড়ি আছে কিনা , পাত্রী কেমন পর্দা পালন করে এসব বিষয়ে ফিল্টার করে উপজেলা ও জেলা ভিওিক পাত্র-পাত্রী খুজতে পারবেন । ওয়েভসাইটের মাধ্যমে পাত্র-পাত্রী একে ওপরকে ভারচুয়াল বিয়ের প্রস্তাব পাঠাতে পারবেন । আপনার প্রস্তাব যদি কেউ গ্রহন করে তখন উভয়ই একে ওপরে এর সঙ্গে যোগাযোগ জন্য শুধুমাত্র অভিবাবকের যোগাযোগ মোবাইল নম্বর দেখতে পারবেন ।এছাড়াও যেকোন পাত্র- পাত্রীকে আমাদের মাধ্যম হয়েও প্রস্তাব পাঠাতে পারবেন । এরপরেও কাজ হলো দুই পক্ষের অভিভাবকেরা নিজেরা কথা বলবেন ,যাচাই বাচাই করে ইসলামের নিয়মে বিয়ের দিকে আগাবেন ইন শা আল্লাহ। এছাড়াও প্রস্তাব গ্রহনের পর পাত্র ও পাত্রী যদি চায় তাহলে ছবি দেখার জন্য একে ওপরকে অনুরোধ পাঠাতে পারবেন শুধুমাত্র আপনি যাকে ছবি দেখার অনুমতি দিবেন , তখনই আপনারা একে ওপরে ছবি দেখতে পারবেন
2. Ordhek Deen
আমরা কজন গুনাহগার বান্দা মুসলিম ভাই-বোনদের বিবাহের বিধান পালনে সহায়তা করতে এ উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে দ্বীনের ব্যাপারে উদাসীন পরিবারের ভাই-বোনেরা এই প্লাটফর্মের মাধ্যমে দ্বীনদার পাত্র-পাত্রী সন্ধানের ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা পাবেন ইন শা আল্লাহ। পাশাপাশি ধর্মীয় পরিবেশে যারা বড় হয়েছেন তাদের ক্ষেত্রেও এ ওয়েবসাইট সহায়ক হিসেবে কাজ করবে। আমাদের লক্ষ্য হচ্ছে, এ ওয়েবসাইটের মাধ্যমে বিয়ের জন্য শরিয়ত সম্মত এক সার্বিক প্লাটফর্ম গড়ে তোলা যার মাধ্যমে বিবাহের পথ কিছুটা হলেও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমরা আশা করছি যে, শরিয়াহ অনুসারে, অতি শীঘ্রই দেশব্যাপি এ খেদমত দক্ষতা ও দ্রুততার সাথে ছড়িয়ে দিতে পারবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের এ খেদমত কে সহজ করে দিন ও কবুল করুন। আমিন।
এটি কোন নির্দিষ্ট মানহাজ, মাযহাব, দল, মত বা গোষ্ঠী (যেমন হানাফি/ আহলে হাদীস/ সালাফী/তাবলীগ/ জামাত/পীরের মুরিদ ইত্যাদি) ভিত্তিক প্রতিষ্ঠান নয়। বা নিদিষ্ট মতের জন্য কাজ করে বিষয়টা এমন নয়।
তবে প্রাতিষ্ঠানিকভাবে কাজের ক্ষেত্রে কিছু শর্ত মেনে কাজ করে থাকি। যেমন ব্যক্তির স্পষ্ট শিরক ও কুফরমুক্ত হওয়া। পীর-সুফি-দরগা-খানকা–জাদু-তাবিজ-জোতিষশাস্ত্র-রাশি ইত্যাদি থেকে দূরে থাকা। বেআইনি বা হারাম আয় থেকে বেঁচে থাকা। বিবাহ অনুষ্ঠানকে হারাম ও অনৈসলামিক কর্মকান্ড থেকে মুক্ত রাখা। সুন্নাহ সম্মতভাবে বিবাহ অনুষ্ঠান করা। বিবাহকে ইবাদাত হিসেবে গ্রহণ করা কোনভাবেই আর্থিকভাবে লাভবান হবার পথ না ভাবা। স্পষ্ট ও অস্পষ্ট যৌতুককে ঘৃণা করা।
যারাই এসব শর্তের সাথে ঐক্যমত পোষণ করে তারা যে দল-মত, মানহাজ, মাযহাবেরই হউক না কেন আন-নূর তাদের জন্য কাজ করে। সেক্ষেত্রে কেউ যদি নিজেদের পছন্দ মত যেমন পাত্র/পাত্রী প্রত্যাশা করেন আমরা তার জন্য সেভাবেই চেষ্টা করি।
4. সালাফি ম্যারেজ মিডিয়া বাংলাদেশ
সালাফি ম্যারেজ মিডিয়া বাংলাদেশ পেইজ যাত্রা শুরু করে July 7, 2019 তারিখে । শুধুমাত্র দ্বীনদার পাত্র পাত্রী নিয়ে সালাফি ম্যারেজ মিডিয়া যাত্রা শুরু করে।আলহামদুলিল্লাহ খুব কম সময়ের মধ্যে অনলাইন জগতে আমাদের মিডিয়া খুব ভালো কাজ করে আল্লাহর রহমতে।যার ফলশ্রুতিতে একের পর এক বিবাহ সম্পাদন হতে থাকে এবং এখনো হয়ে আসছে।অনেক দ্বীনি ভাই ও বোন যারা দ্বীনদার পাত্র পাত্রী খুজে না পেয়ে হতাশ হয়েছিলো তাদের অনেকেই আমাদের সালাফি ম্যারেজ মিডিয়া বাংলাদেশ পেইজে এসে সফলতা পেয়েছেন এবং অনেক ভাই বোনের জন্য এখনো কাজ করে যাচ্ছি।কাজের শুরু থেকেই সততার সাথে কাজ করে যাচ্ছি যার ফলশ্রুতিতে বর্তমান আমাদের সালাফি ম্যারেজ মিডিয়া বাংলাদেশ পেইজ অনেক সুনাম অর্জন করেছে আলহামদুলিল্লাহ।যে কেউ আমাদের পেইজ ঘুরে দেখলেই মোটামুটি আমাদের ব্যাপারে ধারনা নিতে পারবে ইনশাআল্লাহ।আমরা পাত্র পাত্রীদের গোপনীয়তা রক্ষা করে থাকি বিভিন্নভাবে ফলে পাত্র পাত্রীদের কেউ সহজে চিনতে পারে না এছাড়া তাদের যোগাযোগ নাম্বার/অন্য মাধ্যম তাদের অনুমতি ছাড়া কাওকে দিই না।ফলে এখানে বায়োডাটা থাকা অবস্থায় যে কেউ নিশ্চিত থাকতে পারবে তার সিকিউরিটি নিয়ে।আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমাদের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়ে চলছে।আপনি আমাদের পেইজে সবকিছু দেখতে পারবেন।বিয়ের পরে বায়োডাটাগুলো সংক্ষিপ্ত আকারে পোস্ট করা আছে যাদের বিবাহ সম্পন্ন হয়েছে।এছাড়া প্রতিনিয়ত আমাদের মাধ্যমে পাত্র পাত্রী দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলমান থাকে।তবে আমরা কাওকে মিথ্যা প্রতিশ্রুতি বা আশ্বাস দিইনা।আমরা আমাদের মত করে কাজ করতে থাকি।আল্লাহ যদি চান তো আমাদের মাধ্যমে বিবাহ সম্পন্ন হবে অন্যথায় নয়।তাই আপনি যদি আমাদের সবকিছু পড়ে,দেখে আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনি রেজিষ্ট্রেশন করতে পারেন ইনশাআল্লাহ
5 . আল-ইয়াকিন ম্যারেজ মিডিয়া
রেজিস্ট্রেশন ফরম পূরণ করে রেজিষ্ট্রেশন হাদিয়া ফিঃ পাঠানোর পরে আপনাকে একটা কোড নাম্বার দেয়া হবে। কোড নাম্বার দেওয়ার পরে আপনি আপনার পছন্দের কোড নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ফেইসবুক পেইজ অথবা ওয়েব সাইট থেকে কোন বায়োডাটা পছন্দ হলে আমাদেরকে পোস্ট আইডি জানালে আপনার আগ্রহী বায়োডাটার সাথে আমরা কথা বলবো। তারা রাজি থাকলে। দু—পক্ষের মধ্যে দেখাশোনার ব্যাপারে সিদ্ধান্ত হবে। ইন-শা-আল্লাহ। ঠিক একইভাবে আপনার বায়োডাটা দেখে কেউ আগ্রহ প্রকাশ করলে এমনভাবে যোগাযোগ সম্পন্ন হবে। ইন-শা-আল্লাহ। দেখাদেখি ও খোঁজ-খবর নেবার পরে দুই পক্ষ আগ্রহ প্রকাশ করলে বিয়ের দিন নির্ধারণ করা হবে এবং তা সুসম্পন্ন হবে। ইন-শা-আল্লাহ।
No comments:
Post a Comment