অর্ধেক দ্বীন পূরনে আমরা আপনাকে সাহায্য করবো আমাদের ওয়েভসাইটে মাধ্যমে শারি’য়াহ অনুমোদিত পন্থায় দ্বীনি ভাই বোনদের জন্য পাত্র-পাত্রী খুঁজে দিতে ইন শা আল্লাহ্ । আমাদের ওয়েভসাইটে বিনামূল্যে একাউন্ট খুলতে পারবেন । একাউন্ট খুলার পর আপনার বায়োডাটা সাবমিট করতে হবে । তারপর দ্বীন ম্যাট্রিমোনি কর্তৃপক্ষ আপনার সঙ্গে কথা বলে ভেরিফিকেশন সম্পূর্ন করে আপনার বায়োডাটা ওয়েভসাইটে পাবলিশ করে দিব ।অতপর আমাদের ওয়েভসাইট এর ডাটাবেজ থেকে পছন্দ অনুযায়ী পেশা , বয়স , বৈবাহিক অবস্থা , পাত্রের দাঁড়ি আছে কিনা , পাত্রী কেমন পর্দা পালন করে এসব বিষয়ে ফিল্টার করে উপজেলা ও জেলা ভিওিক পাত্র-পাত্রী খুজতে পারবেন । ওয়েভসাইটের মাধ্যমে পাত্র-পাত্রী একে ওপরকে ভারচুয়াল বিয়ের প্রস্তাব পাঠাতে পারবেন । আপনার প্রস্তাব যদি কেউ গ্রহন করে তখন উভয়ই একে ওপরে এর সঙ্গে যোগাযোগ জন্য শুধুমাত্র অভিবাবকের যোগাযোগ মোবাইল নম্বর দেখতে পারবেন ।এছাড়াও যেকোন পাত্র- পাত্রীকে আমাদের মাধ্যম হয়েও প্রস্তাব পাঠাতে পারবেন । এরপরেও কাজ হলো দুই পক্ষের অভিভাবকেরা নিজেরা কথা বলবেন ,যাচাই বাচাই করে ইসলামের নিয়মে বিয়ের দিকে আগাবেন ইন শা আল্লাহ। এছাড়াও প্রস্তাব গ্রহনের পর পাত্র ও পাত্রী যদি চায় তাহলে ছবি দেখার জন্য একে ওপরকে অনুরোধ পাঠাতে পারবেন শুধুমাত্র আপনি যাকে ছবি দেখার অনুমতি দিবেন , তখনই আপনারা একে ওপরে ছবি দেখতে পারবেন
এই ওয়েভসাইটি আমরা এমনভাবে তৈরি করেছি যাতে দ্বীনী ভাই বোন তাদের নিজের পছন্দ মতো জীবন সঙ্গী খুজতে পারে । ওয়েভসাইটি তৈরি ক্ষেত্রে পাত্র- পাত্রীর নাম , যোগাযোগ তথ্য , ছবি গোপন কারার ব্যবস্তা রেখেছি । শুধুমাত্র আপনি যখন কারো প্রস্তাব গ্রহন করবেন শুধুমাত্র সেই আপনার অভিভাক যোগাযোগ নম্বর দেখতে পারবে । এর ফলে পাত্র পাত্রী নিজের অপছন্দের প্রস্তাব গুলো এড়াতে পারবেন । এছাড়া ওয়েসাইটের মাধ্যমে প্রাথমিক ভাবে একজন আরেক জন্যকে দেখে নেওয়ার জন্যে প্রস্তাব গ্রহনে পর ছবি দেখার জন্যে অনুমতি পাঠানোর ব্যবস্তা রেখেছি । যদি কেউ অনুমতি দেয় তখন একজন আরেকজন ছবি দেখতে পারবে । তবে ওয়েভসাইটের মাধ্যমে ছবি দেখেটা সবার ব্যক্তিগত ব্যাপার ।
সকলের কাছে আমাদের চাওয়া , আমাদের ওয়েভসাইট সম্পর্কে আপনার পরিচিত দ্বীনী ভাই বোনকে বলুন , প্রচার করুন এতে আপনার ওসিলায় অনেক ভাই-বোন তাদের জীবন সঙ্গী খুজে পাবে ইন শা আল্লাহ । যত বেশি মানুষ আমাদের সম্পর্কে জানবে ততো বেশি দ্বীনী ভাই বোনদের সেবা দিতে পারবো ইন শা আল্লাহ ।
No comments:
Post a Comment