Sunday, September 19, 2021

Islamic Marriage Media In Chittagong

Deen Matrimony is Islamic marriage media in Bangladesh. দ্বীন ম্যাট্রিমোনি , একটি ইসলামিক ম্যাট্রিমোনি ওয়েভসাইট । আমরা আপনাকে সাহায্য করবো আমাদের ওয়েভসাইটে মাধ্যমে শারি’য়াহ অনুমোদিত পন্থায় দ্বীনি ভাই বোনদের জন্য পাত্র-পাত্রী খুঁজে দিতে ইন শা আল্লাহ্‌ । আমাদের ওয়েভসাইটে বিনামূল্যে একাউন্ট খুলতে পারবেন । একাউন্ট খুলার পর আপনার বায়োডাটা সাবমিট করতে হবে । তারপর দ্বীন ম্যাট্রিমোনি কর্তৃপক্ষ আপনার সঙ্গে কথা বলে ভেরিফিকেশন সম্পূর্ন করে আপনার বায়োডাটা ওয়েভসাইটে পাবলিশ করে দিব ।অতপর আমাদের ওয়েভসাইট এর ডাটাবেজ থেকে পছন্দ অনুযায়ী পেশা , বয়স , বৈবাহিক অবস্থা , পাত্রের দাঁড়ি আছে কিনা , পাত্রী কেমন পর্দা পালন করে এসব বিষয়ে ফিল্টার করে উপজেলা ও জেলা ভিওিক পাত্র-পাত্রী খুজতে পারবেন । ওয়েভসাইটের মাধ্যমে পাত্র-পাত্রী একে ওপরকে ভারচুয়াল বিয়ের প্রস্তাব পাঠাতে পারবেন । আপনার প্রস্তাব যদি কেউ গ্রহন করে তখন উভয়ই একে ওপরে এর সঙ্গে যোগাযোগ জন্য শুধুমাত্র অভিবাবকের যোগাযোগ মোবাইল নম্বর দেখতে পারবেন ।এছাড়াও যেকোন পাত্র- পাত্রীকে আমাদের মাধ্যম হয়েও প্রস্তাব পাঠাতে পারবেন । এরপরেও কাজ হলো দুই পক্ষের অভিভাবকেরা নিজেরা কথা বলবেন ,যাচাই বাচাই করে ইসলামের নিয়মে বিয়ের দিকে আগাবেন ইন শা আল্লাহ।



আমাদের সমাজে বতর্মান প্রক্ষাপটে মানুষ দ্বীনকে প্রধান্য দিচ্ছে না যার জন্য পারিবারিক বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে । তবে স্রোতের প্রতিকূলে অনেক দ্বীনী ভাই- বোন চাচ্ছেন দ্বীনদার জবীন সঙ্গীকে নিয়ে ইসলামীক পরিবার গঠন করতে । তাদের জন্য আমাদের এই ইসলামীক মেরিজ ম্যাট্রিমোনি ওয়েভসাইট দ্বীন ম্যাট্রিমোনি । যারা ইসলামের ফরজ বিধান মেনে চলে এবং ইসলামিক পরিবার গঠনে ইচ্ছুক । তাদেরকে আমরা সহযোগিতা করবো আমাদের ওয়েভসাইটের মাধ্যমে শারি’য়াহ অনুমোদিত পন্থায় দ্বীনি ভাই বোনদের জন্য দ্বীনদ্বার পাত্র-পাত্রী খুঁজে দিতে ইন শা আল্লাহ্‌ ।

এই ওয়েভসাইটি আমরা এমনভাবে তৈরি করেছি যাতে দ্বীনী ভাই বোন তাদের নিজের পছন্দ মতো জীবন সঙ্গী খুজতে পারে । ওয়েভসাইটি তৈরি ক্ষেত্রে পাত্র- পাত্রীর নাম , যোগাযোগ তথ্য , ছবি গোপন কারার ব্যবস্তা রেখেছি । শুধুমাত্র আপনি যখন কারো প্রস্তাব গ্রহন করবেন শুধুমাত্র সেই আপনার অভিভাক যোগাযোগ নম্বর দেখতে পারবে । এর ফলে পাত্র পাত্রী নিজের অপছন্দের প্রস্তাব গুলো এড়াতে পারবেন । এছাড়া ওয়েসাইটের মাধ্যমে প্রাথমিক ভাবে একজন আরেক জন্যকে দেখে নেওয়ার জন্যে প্রস্তাব গ্রহনে পর ছবি দেখার জন্যে অনুমতি পাঠানোর ব্যবস্তা রেখেছি । যদি কেউ অনুমতি দেয় তখন একজন আরেকজন ছবি দেখতে পারবে । তবে ওয়েভসাইটের মাধ্যমে ছবি দেখেটা সবার ব্যক্তিগত ব্যাপার ।

সকলের কাছে আমাদের চাওয়া , আমাদের ওয়েভসাইট সম্পর্কে আপনার পরিচিত দ্বীনী ভাই বোনকে বলুন , প্রচার করুন এতে আপনার ওসিলায় অনেক ভাই-বোন তাদের জীবন সঙ্গী খুজে পাবে ইন শা আল্লাহ । যত বেশি মানুষ আমাদের সম্পর্কে জানবে ততো বেশি দ্বীনী ভাই বোনদের সেবা দিতে পারবো ইন শা আল্লাহ




No comments:

Post a Comment